নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বাংলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের কবি, সাহিত্যিক ও বাচিক শিল্পীদের প্রতি বছর সম্মান প্রদান করে চলেছেন শ্যামনগরের সোনার বাংলা সাহিত্য পরিষদ। রবিবার বেলায় শ্যামনগর ভারত চন্দ্র গ্রন্থাগারে জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হল কবি, সাহিত্যিক, আবৃত্তিকার ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কবি সাহিত্যিক সুবিমল মুখোপাধ্যায়।
আরো পড়ুন রামপুরহাট কাণ্ডের তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে সিবিআই
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, বাচিক শিল্পীরা এবং ক্ষুদ্র পত্র-পত্রিকার লেখক-লেখিকারা এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। এদিন অনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল সোনার বাংলা সাহিত্য পরিষদের নক্ষত্র পত্রিকারও। গ্রামগঞ্জের কবি, লেখক ও লেখিকাদের কবিতা, গল্প, প্ৰবন্ধ ওই পত্রিকায় প্রকাশ পেয়েছে। উপস্তিত কবি, সাহিত্যিকদের কবিতা পাঠ ও গানে অনুষ্ঠান আলাদা মাত্রা নিয়েছিল। সরকারের তরফে ভাতার বন্দোবস্ত করা হলে গ্রামাঞ্চলের কবি, সাহিতিকরা বেঁচে থাকবেন বলে দাবি করলেন সোনার বাংলা সাহিত্য পরিষদের সম্পাদক অমিত সাহা।
আরো পড়ুন সূচপুরের ঘটনায় সিপিএম শেষ হয়েছে, রামপুরহাটের ঘটনায় তৃণমূল শেষ হবে, দাবি শুভেন্দু অধিকারীর
তিনি বলেন, গ্রামাঞ্চলের বুকে এঁদের কথা কেউই ভাবেন না। এঁরা এখনও অন্তরালেই থেকে গিয়েছেন। ওনাদের জন্য কিছু একটা করার চিন্তা ভাবনা চলছে। কৃষ্ণনগর থেকে আগত কবি তপন কুমার দাস বলেন, প্রতি বছর সোনার বাংলা সাহিত্য পরিষদ দুঃস্থ কবি, সাহিত্যিক ও বাচিক শিল্পীদের তুলে ধরছেন, এটাই বড় ব্যাপার। ওই সংস্থা তাদের লেখা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের সুযোগ করে দিচ্ছে। এদিনের অনুষ্ঠান মনে দাগ কেটেছে। অপরদিকে হালিশহর থেকে আগত কবি দিলীপ কুমার দে এদিনের অনুষ্ঠানকে কবি বন্ধুদের মিলন ক্ষেত্র বলে দাবি করলেন।
Discussion about this post