কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি: গত কয়েকদিনে আবার বৃষ্টির কারনে সিকিমের পর্যটন পরিসেবা থমকে গেছে। প্রচণ্ডভাবে বৃষ্টির কারনে সিকিমের প্রায় তিনশো মানুষ ঘরছাড়া। সেনাবাহিনীর তরফ থেকে তাদের খাবার দেওয়া হলেও থাকার জায়গা না থাকায় আপাতত তাদের সেনাবাহিনীর ছাউনিতেই রাখবার ব্যাবস্থা করা হয়েছে।প্রবল বৃষ্টির কারনে এদিন সিকিম সরকারের পক্ষ থেকে পর্যটকদের সিকিমে ঢুকতে বারন করে দেওয়া হয়েছে। বিশেষ করে উত্তর সিকিমের অবস্থা একেবারেই ভালো নেই, লাচুং এবং সিটিং ছাড়াও সিকিমের গয়রা অঞ্চলে বৃষ্টির কারনে অবস্থা একেবারেই ঠিক নেই।
রাস্তায় পাথর নেমে রাস্তা বন্ধ হয়ে থাকায় প্রচুর মানুষ এদিন রাস্তায় আটকে থাকেন।আগামী 24 ঘন্টা সিকিমে প্রবল বৃষ্টির সতর্কতা জারী করেছে সিকিমের প্রশাসনিক দপ্তর থেকে। যেসব পর্যটকেরা সিকিমে এসে আটকে পড়ে গেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের কাছ থেকে যোগাযোগ নং নিয়ে তাদের তৈরী থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে সিকিমের পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক বলে জানানো হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকে।
রাতে বৃষ্টির সাথে হাওয়া থাকবার কারনেই উদ্বার করতে সময় লাগছে বলে জানিয়েছে সেনাবাহিনীর জওয়ানেরা। ধসে যাওয়া বাড়িগুলির মেরামতির জন্য বাড়ি প্রতি 5লক্ষ টাকার কথা ঘোষনা করা হয়েছে সিকিম সরকারের তরফ থেকে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post