নিউজ ডেস্ক: সিকিমে ভয়াবহ তুষারধসের জের। উত্তর সিকিমে পারমিট দেওয়ার ক্ষেত্রে লাগাম টানল প্রশাসন। সূত্রের খবর, সিকিম পুলিশ ও প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে উত্তর সিকিমে এবং পূর্ব সিকিমে এখনই আর পারমিট দেওয়া হবে না। পরবর্তী কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত এমনই চলবে। উত্তর সিকিমের লাচুং, লাচেন পর্যন্ত পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হবে। কিন্তু তারপরে আর যাওয়ার জন্য পারমিট দেওয়া হবে না। এমন ঘটনা কার্যত ধাক্কা লেগেছে পর্যটকদেরও। পারমিট না দিলে সিকিম যাওয়ার পরিকল্পনা বাতিল করতে পারেন অনেক পর্যটক, সেক্ষেত্রে সমস্যায় পড়বে পর্যটন ব্যবসার।
বর্তমানে সান্দাকফুর আশেপাশের তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস। কার্যত হোটেল রুম থেকেই নিসর্গ দর্শন করতে হচ্ছে পর্যটকদের। স্বাভাবিকভাবেই এতে মন খারাপ অনেকেরই। এদিকে মরশুমের প্রথম তুষারপাতে ভ্রমণে বিপত্তি। শনিবার রাত থেকেই প্রবল তুষারপাতে আরও দুর্গম হয়ে উঠেছে রাস্তা। সান্দাকফুর পাশাপাশি, এ দিন সকালে টাইগার হিলে তুষারপাতের সাক্ষী হন পর্যটকরা। সাদা বরফের চাদরে ঢাকা সিঙ্গালিলা ন্যাশনাল পার্কও।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post