নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: ভারত জাকাত মাঝি পারগানা মহল এর উদ্যোগে আদিবাসী সমাজ বিষয়ক ও সমাজ সচেতন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হল। পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত শীধরপুর বাজারে মেমারি- ২ মূলক এবং সাতগেছিয়া ১ নম্বর পিড় মহল শীধরপুর এ। ভারত জাকাত মাঝি পরগনা মহল ব্যবস্থাপন আদিবাসী সমাজ বিষয়ক ও সমাজ সচেতন মূলক আলোচনা সভাও সাংগঠনিক কর্মসূচি অনুষ্ঠিত হলো। আলোচনা সভা শুরুতে সিধু কানু, তিলকা মাঝি ও বীরয়া মুন্ডাকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি অতিথিবর্গদের বরণ করে নেওয়া হয়।
মূলত ২৩ সেপ্টেম্বর কলকাতা রাসমণি রোডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। মূলত দাবিগুলি হল সাঁওতাল জাতির “শাড়ি ধরম”কোড দিতে হবে, সাঁওতালি শিক্ষা বোর্ড গঠন করতে হবে, বীরভূমে কয়লা খাদানের দেউঢা পাঁচমী থেকে আদিবাসীদের উচ্ছেদ করার চলবে না, ফেক এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে, অযোধ্যায় ঠুড়গা ড্যাম ও বান্দুলালা ড্যামপ্রকল্প বাতিল করতে হবে। এইসব দাবি গুলি নিয়ে শ্রীধরপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মেমারি দু’নম্বর ব্লক পারগানা( সভাপতি) বাসুদেব বাস্কে, মেমারি শহরের সুসৌরীয় মহাদেব টুডু, সাতগেছিয়া ১ নম্বর পীর পারগা দিলীপ মুর্মু, মাঝিবাবারা ও পারগানা বাবারা সহ সম্প্রদায় সকল মানুষজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post