মৃত্যুঞ্জয় রায়: বরানগরের ভূমিপুত্র তাপস রায়ের তত্ত্বাবধানে আজ বরানগরের মানুষ খুবই গর্বিত। তার সাথে সাথে অভিনেত্রী এবং সমাজসেবিকা পায়েল সরকারের প্রতিটি সোশ্যাল কাজ আজ জনপ্রিয়। তিনি মিডিয়ার কাছে বলেছেন আজ তৃনমূল কংগ্রেস না থাকলে উনি ওনার কাজকে জনসম্মুখে প্রকাশ করাতে পারতো না।
আরো পড়ুন Yezdi Adventure: নতুন Yezdi Adventure এর সেরা ৫টি হাইলাইট
আমি কোনো পার্টি কে ছোটো করছি না কারণ আমি বরানগর অঞ্চলের আজ ২৫ নম্বর ওয়ার্ডের বাচ্চাদের কে রাজনীতির মঞ্চে নামাতে চাই না কারণ রাজনীতি জিনিস টা কি ওরা জানে না। আমরা এটা জানি শুধু প্রত্যেকটি মানুষের খিদের ভাষা এবং কষ্টের ভাষা একটাই। সেজন্যই ২৫ নম্বর ওয়ার্ডের মেথরপট্টি অঞ্চলের প্রত্যেকটি বাচ্চা খুব চেটে পুটে খাবার গুলো খেলো এবং নিজের হাতে প্রত্যেক বাচ্চাদেরকে মাস্ক বিতরণ করলাম।
আরো পড়ুন West Bengal Lockdown: বাংলায় লকডাউনের নিয়মাবলী
আমি মনে করি আমি এত বড় কাজ আমাদের বিধায়ক তাপস রায়ের সহায়তা ছাড়া করতে পারতাম না কারণ তাপস আংকেল আমার একরকম অভিভাবক আমার রাজনীতির খেলায়। আমি জানি না আমি কত কি মানুষের পাশে থাকতে পারছি অথবা ভালবাসা পাচ্ছি কিন্তু ১নম্বর হোক কিংবা ২৫ নম্বর ওয়ার্ডের মানুষরা যখন পায়েল দি বলে বুকে টেনে নিচ্ছে এটাই আমার কাছে অনেক। আশা করছি , তাপস রায়ের হাত এবং তৃনমূল কংগ্রেসের ছাতা যদি আমার মাথার উপর থাকে আমি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
Discussion about this post