নিউজ ডেস্ক: বাঙালির আবেগের অনেকটা জুড়ে রয়েছে বর্ষ বরণের শুভ মুহুর্ত। নব বর্ষে উদযাপন বিনোদন জগতের কাছেও খুব গুরুত্ব পূর্ন। বাঙালির নববর্ষ পালনে ভোজন, সাহিত্য, সঙ্গীত চর্চার ভূমিকা খুব গুরুত্ব পূর্ন। বৈশাখের সূচনা হল জনপ্রিয় গায়িকা ও চিত্রকর সৌমিতা সাহার কণ্ঠে মেলোতুনেস রেকর্ডস থেকে রবি ঠাকুরের গান ” আমার মুক্তি আলোয় আলোয় ” প্রকাশের মাধ্যমে। উলেখ্য এই গানের মোট দুটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে, একটি মেলতুনেস অফিসিয়াল চ্যানেল থেকে অন্যটি সৌমিতার অফিসিয়াল চ্যানেল থেকে।
প্রথম ভিডিও টির মূল আকর্ষণ শিল্পীর ক্যানভাস জুড়ে ফুটে ওঠা সেলফ পোর্ট্রেট জার থিম ‘ মুক্তি ‘। সৃজশীল চিন্তার বহির্প্রকাশ এই গানে যোগ করেছে এক অন্য মাত্রা। অন্যদিকে এই গানের দ্বিতীয় মিউজিক ভিডওটিতে রয়েছে আলাদা চমক। এটি মূলত অ্যানিমেটেড ভিডিও যেখানে দেখা মিলবে সৌমিতার কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত অবতারের। বর্তমান কালে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত ভিডিও প্রচলিত না হলেও প্রায়ই দেখা মিলছে এমন বিরল ভিডিওর।
বিদেশি ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নির্মিত ভিদেওর সাথে পরিচিতি আপনাদের সকলের কম বেশি ঘটেছে ইতিমধ্যেই। তবে শুধু রবি ঠাকুরের গানই নয় কোনও রকম সাবেকী সঙ্গীতে এই রূপ ভিডিওর প্রকাশ করে নজির গড়লেন শিল্পী । গানটির সংগীত আয়োজন করেছেন অরিন্দম ভদ্র ( বুম্বা )। ক্যানভাসের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী অ্যানিমেশনে পারদর্শিতার ছাপ রেখেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না চিত্রকর সৌমিতা সাহা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post