নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমান এ আসছেন আগামী ২৭শে জুন অর্থাৎ সোমবার। সেই কর্মসূচিকে কেন্দ্র করে একটি বিশেষ বৈঠক করেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগ। খণ্ডঘোষ ব্লকের সমস্ত অঞ্চল- এর নেতৃত্বদের নিয়ে খণ্ডঘোষ এর শশঙ্গা অঞ্চলের সালুন মোড়ে বৈঠকটি করেন তিনি।
আরো পড়ুন Shyam Sundar Co Jewellers: শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর রথযাত্রা উপলক্ষ্যে বিশেষ অফার
পাশাপাশি আসন্ন ২১ শে জুলাই শহীদ দিবসকে সামনে রেখে উপস্থিত কর্মীদের বিশেষ বার্তাও দেন বিধায়ক। বিধায়ক নবীনচন্দ্র বাগ বৈঠক সম্পর্কে বলেন, সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২৭ তারিখে বর্ধমান আসছেন সেই উদ্দেশ্যে খণ্ডঘোষ ব্লকের দশটি অঞ্চলের কর্মীদের নিয়ে একটি বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত সকলকে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হয় জেলা নেতৃত্বদের নির্দেশ মোতাবেক।
Discussion about this post