নিজস্ব সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে বুধবার প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার, রায়না বিডিও অফিসের কনফারেন্স রুমে। রায়না থানা ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে উক্ত বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী, সিআইসি সুব্রত ঘোষ, রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল, রায়না-১ ব্লক উন্নয়ন আধিকারিক সহ এলাকার মসজিদের বিভিন্ন ইমাম।
এছাড়াও ছিলেন, ব্লকের বিভিন্ন মসজিদে কর্মকর্তা ও বিশিষ্ট জনেরা। রায়না থানার অফিসার ইনচার্জ সৈকত মন্ডল বলেন, ঈদকে কেন্দ্র করে কোথাও যেন না কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই জন্য কমিউনিকেশন চ্যানেল ওপেন করেছি। আমাদের রায়না থানার গাড়ি ২৪ ঘন্টায় রাস্তা টহল দেবে তার সাথে থাকবে কুইক রেসপন্স টিম। এছাড়াও আমার মোবাইল নাম্বারের পাশাপাশি সিআইসি সাহেবের ফোন নম্বর দেওয়া হল কারও কোনরকম অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করবেন, আমরা তৎপর থাকবো জনসাধারণের জন্য।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post