নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- চৈত্র মাসে শুক্লা নববী তিথিতে তেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় জন্মগ্রহণ করেন বলেই সকলের জানা। এই দিনটিকে সনাতন ধর্ম অবলম্বী সকল মানুষ তথা ভক্তরা বিশেষভাবে প্রার্থনা করেন ভগবান শ্রী রামচন্দ্ররে কাছে। পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া, কালনা রোড সংলগ্ন মনসাতলা এলাকায় রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পুজো, হোম যজ্ঞ ও হনুমান চল্লিশা পাঠ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি পুজো প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেমারি মালডাঙ্গা রোড ও বর্ধমান কালনা রোড পরিক্রমা করে।
পাশাপাশি শুক্রবার একটি সুন্দর শোভাযাত্রা সহকারে ভগবান শ্রী রামচন্দ্রের বিজয়া হয়। সন্ধ্যা বেলায় প্রায় ২,০০০ ভক্তর প্রসাদের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বুদ্ধদেব মন্ডল, কোষাধক্ষ অনুপ হালদার, উদযাপন কমিটির সদস্য পিন্টু ভান্ডারী, বিশ্বজিৎ পোদ্দার, রুনু ক্ষেত্রপাল, লালমোহন মুর্মু, মিতালী ভট্টাচার্য, পরিমল চন্দ্র শীল, সুমন মন্ডল সকল সদস্য ও ভক্তবৃন্দ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post