সুরশ্রী রায় চৌধুরী: জরুরি অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কায়। শেষ কয়েকদিন ধরে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে চলছে সে দেশ। পাওয়া যাচ্ছে না খাবার, চলছে না বিদ্যুৎ পরিষেবা। সেই পরিস্থিতিতে সে দেশে জরুরি অবস্থা জারি করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতোবায়া রাজাপাক্ষে।
আরো পড়ুন গ্রেপ্তারির ভয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন, দাবি অর্জুন সিংয়ের
শ্রীলঙ্কার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কার সেনাবাহিনী যে কোনও সময়ে যে কোনও লোককে গ্রেফতার করতে পারবে, কোনও রকম বিচার ছাড়াই। এর আগে শ্রীলঙ্কার জুড়ে কার্ফু জারি করেছিল শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার সকালেই সেই কার্ফু তুলে নেওয়া হয়। তার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ফের জারি করে দেওযা হয় কার্ফু। শ্রীলঙ্কার বর্তমান সরকারের দিকে তোপ দেগে তীব্র আন্দোলন শুরু করেছে শ্রীলঙ্কার বিরোধী রাজনৈতিক শক্তিগুলি। প্ল্যাকার্ড হাতে তারা প্রতিবাদে নেমেছে রাস্তায়। সরকারের পদত্যাগের দাবি তুলেছেন প্রতিবাদীরা।
বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনও চাপে রয়েছে রাজনৈতিক কারণে। পরিস্থিতি খারাপ হওয়ার শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি, যারা কেন্দ্রে ক্ষমতাধীন দলের অন্যতম সহযোগী, জোট ছাড়ার হুমকি দিয়েছে। যদি কেয়ারটেকার সরকার তৈরি না করা হয়, তা হলে জোট ছাড়ার হুমকি দিয়েছে তাঁরা।
Discussion about this post