নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মেমারি দু’নম্বর ব্লকে অন্তর্গত সাতগেছিয়া শ্রী শ্রী মা মনসা পূজো। আনুমানিক ৩০০ বছরে পুরনো ঐতিহ্যপূর্ণ এই পুজো। সকালে ঘাট পুজো হয় এবং বৈকাল থেকে রাত্রি পর্যন্ত মূল মন্দিরে ভক্তরা এসে পুজো দেন। রীতি মেনে পুজো হয়, মায়ের পুকুর থেকে স্নান করে বহু ভক্ত মন্দির পর্যন্ত অষ্ট প্রণাম খাটেন এবং ভক্তদের মা মনসা মনোবাসনা পূর্ণ করেন।
আরো পড়ুন Matri Shakti Banner Shoot 2022: মাতৃশক্তি ব্যানার স্যুট ২০২২
এই পুজো সাতগেছিয়া পার্শ্ববর্তী ১৮ থেকে ১৯ টি গ্রামের ভক্তরা অংশগ্রহণ করেন। এই পূজার ৩ দিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় বলে জানালেন পূজা কমিটি। পাশাপাশি পুজোর দিন বিশেষ আতশবাজির প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। এইদিন পুজো উপলক্ষে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমান সাতগেছিয়া মা মনসা মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন পুরোহিত তপন চ্যাটার্জি, পুজো কমিটির সভাপতি তরুণ প্রতি সাহা, সেক্রেটারি শুভেন্দু ঘোষ, কোষাধক্ষ্য শ্রীকান্ত সিংহ, সেবাইত মহাদেব ভট্টাচার্য, পূজা কমিটির সকল সদস্য ও ভক্তবৃন্দ।
Discussion about this post