নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মধ্যমগ্রামে উত্তর পাড়ায় প্রায় ১০০(100) বছর ধরে প্রত্যেক বছর চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার শ্রী শ্রী রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হয়। কিন্তু ১৭ বছর ধরে মধ্যমগ্রামে কালীমাতা সংঘের ব্যবস্থাপনায় জাঁকজমক সরকারের এই পূজা হচ্ছে।
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
এই পূজা সমস্ত রকমের নিয়ম-নীতি মেনে হয়। হোম, ধুনো পোড়ানো, অষ্ট প্রণাম খাটা হয় পুজোকে কেন্দ্র করে । পুজোকে ঘিরে মেতে উঠেছে এলাকার সাধারণ মানুষ জন।
আরো পড়ুন Charaibeti: ‘চরৈবেতি’ ছবির শুভমুক্তি
পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল গান আয়োজন করা হয়েছে বলে জানান ক্লাব সেক্রেটারি।
পুজোকে কেন্দ্র করে পুজো প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, পুরোহিত ফুলি চক্রবর্তী, কোষাধ্যক্ষ বাবু রায় সহ সকল সদস্য ও ভক্তরা।
Discussion about this post