দীপ দেব: গত ২ ডিসেম্বর তথা শুক্রবার রাত্রী অনুমানিক ১২টা ৩০ মিনিটে কলিকাতার একটি বেসরকারী হাসপাতালে নশ্বর দেহ ত্যাগ করে পরলোক গমন করেন ভারত সেবাশ্রম সংঘের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ। প্রয়ানকালে উনার বয়স হয়েছিল ৯৪ বছর। আজ সদ্যপ্রয়াত শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজের স্মৃতিচারন উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘের উত্তর-পূর্বাঞ্চলের মূখ্য সংঘটক স্বামী সাধনানন্দজি মহারাজ বলেন, শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ ছিলেন ভারত সেবাশ্রম সংঘের কর্তব্যপরায়ণ একজন সন্ন্যাসী, উনি নম্র স্বভাবের অধিকারী ছিলেন ও উত্তরবঙ্গের জনজাতি উন্নয়নে ও শিক্ষা বিস্তারে তাঁর বিশেষ অবদান ছিল।
তিনি আর.এস.এস সহ বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে সুদৃঢ়ভাবে যুক্ত ছিলেন। শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজ বলেন, শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ এক সুবক্তা হিসেবে পরিচিত ছিলেন, তিনি একজন সুদক্ষ সংঘটক ছিলেন। উত্তরবঙ্গ সহ উত্তর-পূর্বাঞ্চলে তিনি ছিলেন ভারতসেবাশ্রম সংঘের একজন সন্ন্যাসী হিসেবে সুপরিচিত।এক কথায় প্রয়াত স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ হিন্দু সংঘটক, কর্মনিষ্ঠা ও আত্মত্যাগের প্রতীক ছিলেন শ্রীমৎ স্বামী হিরন্ময়ানন্দজি মহারাজ । সেদিন দুপুরে প্রায় তিনশত ধর্মপ্রাণ ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয় ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।