নিজস্ব প্রতিনিধি: বলাই বাহুল্য যে বাংলার গ্ল্যামার ও ফ্যাশন জগতের অন্যতম শ্রেষ্ঠ ক্যালেন্ডারের তকমা নিঃসন্দেহে যায় SRL WoW ক্যালেন্ডারের দিকে। প্রতি বছর এই ক্যালেন্ডারটির পরিকল্পনা, প্রোযোজনা ও পরিচালনা করেন স্বয়ং এস্ আর্ এল্ মোশন পিকচার্স এন্টারটেইনমেন্টের কর্ণধার শ্রী সর্বজিৎ ঘোষ, এবং সহ প্রযোজনায় বিশেষ পার্টনার থাকেন সর্বজিতের বাল্য-বন্ধু বিনোদ হোমাগাই-এর সংস্থা WoW Momo।
উল্লেখ্য, এই ক্যালেন্ডারে সুধু পেশাগত মডেলরাই নয়, সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন পেশার নারীদেরও মডেলের বেশে চিত্র তুলে ধরা হয়, যেমন অভিনেত্রী, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গৃহ-বধূ, শিক্ষিকা, অঙ্কন-শিল্পী, ফ্যাশন ডিজাইনার, প্রভৃতি।
এবারের এস্ আর্ এল WoW ক্যালেন্ডারের মার্চ মাসের পৃষ্ঠার সুধু পরিকল্পনা বা পরিচালনাই নয়, চিত্রগ্রহণও করেছেন সর্বজিৎ ঘোষ নিজেই যা সচরাচর তাকে করতে দেখা যায় না, এবং এই মাসে পুতুল-রূপে মডেলিং করেছেন দুই নবাগতা অভিনেত্রী ঐন্দ্রীলা দে এবং পম্পী সাহা।

আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
প্রশ্ন: আপনারা কে কোথায় থাকেন এবং পেশাগত জীবনে কি করেন?
ঐন্দ্রিলা: আমার বাড়ি রানাঘাট। পেশাগত জীবনে আমি অভিনেত্রী, এবং বেশ কিছু সিনেমায় অভিনয় করেছি, যার মধ্যে একটি খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছে।”
পম্পী: পেশাগত ভাবে আমি আমাদের ইউটিউব চ্যানেলে কিছু কভার মিউজিক ভিডিওতে অভিনয় করি, এবং সম্প্রতি মডেলিংও করছি।

প্রশ্ন: SRL WoW ক্যালেন্ডারের শুটের অভিগ্গতা কেমন, এবং নিজেদেরকে এই ক্যালেন্ডারের পৃষ্ঠায় দেখতে পাবার অনুভূতিটা কেমন?
ঐন্দ্রিলা: খুবই ভালো, আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে SRL মোশন পিকচার্স এন্টারটেইনমেন্টের মতো একটি নামী সংস্থায় কাজ করব এবং বিশেষ ভাবে সর্বজিৎ স্যারের সাথে, তাই ওনার নিজেই আমার মাসের চিত্র-গ্রহণ করাটা বারতি প্রাপ্তি বৈকি। তার সাথে WoW মোমোর মতো এতো নামী এক সংস্থার লোগো আমার ছবিতে দেখেও খুব ভালো লাগছে।
পম্পী: এটা হয়তো অনেক মডেলরাই আমার সাথে একমত হবেন যে কখনো না কখনো তারা সকলেই একবার অন্তত সর্বজিৎ দার SRL ক্যালেন্ডারে ফিচার্ড হতে চেয়েছেন, এবং আমিও ব্যতিক্রম নই। তাই যখন অডিশন দিয়ে সেই সুযোগ পেলাম এই ক্যালেন্ডারে কাজ করার, তখন আলাদাই অনুভূতি ছিল। এবং WoW Momo এবং Wow China এর খাবারো আমার বিশেষ প্রিয়। (হাসি)
প্রশ্ন: তাহলে আগামী দিনের পরিকল্পনা কী আপনাদের পেশাগত জীবনে?
ঐন্দ্রিলা: আরো ভালো ভালো কাজ করতে চাই, বিশেষ করে অভিনয়ের সাথে যুক্ত কাজ, যেমন সম্পূর্ণ সিনেমা যা প্রেক্ষা-গৃহে মুক্তি পাবে। কয়েক জায়গায় কথাও চলছে তা নিয়ে। আর সর্বজিৎ স্যারের “মরুভূমি” নামক আগামী মিউজিক্যাল ফিল্মের একটি গানেও নায়িকা হিসেবে অভিনয়ের কথা চলছে, যেটা খুব সম্ভবত ZEE মিউজিক থেকেই রিলিজ করবে। দেখা যাক, বাকিটা সময়ই বলবে।

পম্পী: আমি অভিনয় ও মডেলিং দুটোই করতে চাই, বিশেষ ভাবে SRL এর সাথেই, এবং বিখ্যাত কোনো গায়কের বা নামী কোনো রেকর্ড লেবেলের গানে নায়িকা হিসেবে, অথবা কোনো বড় চ্যানেলে নায়িকা বা সহ-নায়িকার ভূমিকায় অভিনয়ের সুযোগ, মেগা সিরিয়ালে।
24×7 News Bengal: ধন্যবাদ দুজনকেই, আপনাদের আগামী দিন সাফল্য-মন্ডিত হোক।

উল্লেখ্য, SRL Motion Pictures Entertainment এর কর্ণধার সর্বজিৎ ঘোষের কথায়, “এই মাসের পরিকল্পনাটির অনুপ্রেরণা আমার মাথায় আসে আলো নামের আমার এক বন্ধুর নিজের একক একটি ছবি থেকে। এবং আমার এই পরিকল্পনার বাস্তবায়ন করার জন্য চিত্র-গ্রহণে নিজেকে ছারা কারুর ওপর ভরসা করতে পারিনি। যদিও আমার দুই ফটোগ্রাফার রনীত ও শুভদীপ আমায় অনেক সাহাজ্য করেছে। ঐন্দ্রিলা ও পম্পী দুজনকেই দেখতে ভীষণ মিষ্টি এবং ওরা যথার্থ ভাবেই পুতুলের ভূমিকায় সার্থক। এবং তারই সাথে একাধারে রূপটান-শিল্পী এবং ফ্যাশন ডিজাইনার হিয়া দের করা মেকাপ ও তৈরী গাউন এক আলাদা মাত্রা এনে দিয়েছে।”
Discussion about this post