নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগের ডাকে বিভিন্ন অঞ্চলের তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি কর্মীসভা করা হয় খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলে সালুন এলাকায়। ২০২৩সালের পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস । প্রত্যেকটি বুথের কর্মীদেরকে সাধারণ মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখার ও সাধারণ মানুষের দরজায় দরজায় মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়ন গুলোকে আরো বেশি করে পৌঁছে দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কে হাতিয়ার করে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়তে হবে এদিনের কর্মীসভা থেকে কর্মীদেরকে এমনই বার্তা দিলেন বিধায়ক নবীনচন্দ্র বাগ।
আরো পড়ুন দক্ষিণেশ্বরে উপাসনা কলাতীর্থ – র পক্ষ থেকে বিশ্ব মাতৃ দিবস পালন করা হল
কর্মী সভায় খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডঘোষ পঞ্চাশ সমিতির সহ-সভাপতি শ্যামল কুমার দত্ত, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ শেখ মইনুদ্দিন, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত প্রধান হারু সাঁতরা, খণ্ডঘোষ ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি শেখ হাসানুর জামান, বিশিষ্ট শিক্ষক লুৎফর রহমান মিদ্দ্যা, তৃণমূল নেতা সঞ্জিব হাজরা। এদিনের কর্মী সভায় বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
Discussion about this post