নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- সর্বভারতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলার, কাটোয়ার ছেলে-মেয়েদের সাফল্য। ৯ ই জুন থেকে ১২ ই জুন ২০২৩ সর্বভারতীয় যুব ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গোয়ালিয়র বৃদ্দ ভারতী স্টেডিয়াম, গোয়ালিয়র- মধ্যপ্রদেশ। পরিচালনা করেন, ইয়ুথ গেমস ডেভেলপমেন্ট ফেডারেশন। ৬২ ইভেন্টে ১৭০০ জন সর্বভারতীয় স্তরে অংশগ্রহণ করেন, পশ্চিমবঙ্গ থেকে চল্লিশ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন বলে জানা গেছে সূত্র মারফত। কাটোয়া থেকে ১৮ জন অংশগ্রহণ করেন।
ক্যারাটে- তে ১২টি গোল্ড ও চারটি রূপো এবং পাওয়ার লিফটিং এ দুটি গোল্ড পেয়ে সর্বভারতীয় স্তরে কাটোয়ার খেলোয়াড়রা মুখ উজ্জ্বল করে । পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার এসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, এই সাফল্য আগামী দিনে খেলোয়ারদের আরও উৎসাহিত করবে। বাংলার কোচ হিসাবে গিয়েছিলেন, কাটোয়ার তারকচন্দ্র দে ও দলের ম্যানেজার হিসেবে ছিলেন, সমর দাস। সাফল্যতে খুশি কাটোয়া বাসি। খেলোয়ারদের সংবর্ধিত করেন,কাটোয়া পুরসভার পক্ষ হয়েছে কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা ও পুরো কাউন্সিলর সুফল রাজওয়ার ও চন্দনা মাঝি।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post