নিজস্ব প্রতিনিধি : গানটির গীতিকার দূর্বা সেন বন্দ্যোপাধ্যায় ও গানটির সুর করেছেন শিল্পী নিজেই। প্রথাগত বাংলা গানের আঙ্গিক ভেঙেচুড়ে সম্পূর্ন অন্য ধারার একটি গান শুধু তুমি চাও যদি।
আরো পড়ুন বেহালার বুড়ো শিবতলায় যুবকের রহস্যমৃত্যু
পাশ্চাত্য মিউজিকের অনুপ্রেরনায় তৈরী এই গান বাঙালী গান প্রেমীদের মনে গানটি মুক্তির দিন থেকেই জায়গা করে নিয়েছে। আর যে সকল শ্রোতারা ভালবাসেন ৯০ দশকের পাশ্চাত্য গান শুনতে তারা দেরী না করে এহ্মুনিই শুনে ফেলুন শুধু তুমি চাও যদি।
আরো পড়ুন পেট্রোপণ্য জি এস টির আওতায় আনলে লিটার পিছু ২০ টাকা কমবে বললেন সুকান্ত মজুমদার
Discussion about this post