নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– তৃণমূল সরকার থাকলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। নতুন প্রজন্মকে পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যেতে হবে। নতুবা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করতে হবে। শুক্রবার বিকেলে ব্যারাকপুর চিড়িয়া মোড়ের সভায় হাজির হয়ে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি বললেন, ভোটের প্রচারে গুজরাটের গন্ডলে গিয়ে দেখলাম ওখানকার কুলিদের দৈনিক মজুরি এক হাজার টাকা। গ্রামীন অঞ্চলে লোডশেডিং হয় না। রাস্তাঘাট, পানীয় জলের পরিষেবা অনেক উন্নত। গুজরাট বাংলা থেকে ৩০ বছর এগিয়ে গিয়েছে। এদিন সুকান্ত মজুমদারের মুখে ফের ডিসেম্বর তত্ত্ব। সুকান্তের কথায়, ডিসেম্বর এসেছে। সরকার কাঁপছে। খেলা হবে নিয়ে সুকান্তের কটাক্ষ, একপক্ষ খেলা হবে না।
দুপক্ষের ভয়ঙ্কর খেলা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় ক্রমবর্ধমান আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, বোমাবাজি, খুন, লুঠ, মাদকদ্রব্যের ব্যবসা এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীর ওপর হামলার প্রতিবাদে এদিন ব্যারাকপুর সাংগঠনিক জেলার ডাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অভিযানের ডাক দেওয়া হয়েছিল। ব্যারাকপুর রেলস্টেশন থেকে মিছিল শুরু হয়ে চিড়িয়া মোড় গিয়ে মিছিল শেষ হয়। সেখানে প্রতিবাদ সভা সংঘটিত হয়। সভা শেষে সাতজনের প্রতিনিধি দল পুলিশ কমিশনারেটের কাছে ডেপুটেশন জমা দেয়। এদিনের কর্মসূচিতে সুকান্ত মজুমদার ছাড়াও কমিশনারেট কার্যালয় ঘেরাও অভিযানে হাজির ছিলেন রাজ্য সম্পাদিকা ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, ব্যারাকপুর জেলার পর্যবেক্ষক সন্দীপ ব্যানার্জি, নবদ্বীপ জোনের ইনচার্জ অমিতাভ রায়, রাজ্য যুব মোর্চার সম্পাদক উত্তম অধিকারী, যুব নেতা কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃত্বে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post