নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার,ভাতার থানায় কনফারেন্স হল ও ডিজিটাল জেনারেটরের শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় ভাতার থানার পুলিশের উদ্যোগে ভাতার থানায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। সিসিটিভির কন্ট্রোল রুম সহ কনফারেন্স হল ও ডিজিটাল জেনারেটরের শুভ উদ্বোধন হয় শুক্রবার।
ফিতে কেটে শুভ উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার। পাশাপাশি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য-পরিসেবা দেওয়ার লক্ষ্যে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রায় ২০০ জন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীদের বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পাশাপাশি ১৫ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
পাঁচটি হারিয়ে যাওয়া সাইকেল উদ্ধার করে মালিকদের হাতে ফেরানো হয়। উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ, ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী, পূর্ব বর্ধমান জেলার ডিএসপি ক্রাইম শাশ্বতী শ্বেতা সামন্ত, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতারের বিডিও অরুণ কুমার বিশ্বাস সহ ভাতার থানার কর্তব্যরত পুলিশকর্মীরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post