দেবশ্রী মুখার্জী: কলকাতার নিউ মার্কেট অঞ্চল। কলকাতায় এখন ঈদের উৎসব। রোজার ২৬তম দিনে বাবলু সিনে মিডিয়ার কর্ণধার জাইদ্ আলমের উদ্যোগে বুধবার সন্ধ্যায় পালিত হল ইফতার পার্টি। মঞ্চ শাসন করেন বিখ্যাত সঞ্চালক শাকিল আনসারী।
যথাসময়েই পৌঁছলেন কলকাতা পুরসভার এম আই সি দেবাশিস কুমার। তিনি বললেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম নিজের নিজের। উৎসব সবার। সেই মন্ত্রে আমরা বাংলার মানুষ দীক্ষিত।
আগাম ঈদের শুভেচ্ছা জানাতেই এখানে এসেছি। সাম্প্রদায়িকতা মুক্ত ভ্রাতৃত্বের এক নিদর্শন কলকাতার প্রাণকেন্দ্র নিউ মার্কেট অঞ্চল। আয়োজক বাবলু আমার দুর্গাপুজোয় যোগ দেয়। আমিও তাই এসেছি ঈদ উপলক্ষে ইফতার পার্টিতে।
অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল, বাংলার সুপারস্টার জিৎ এর উপস্থিতি। এলেন তাঁর সঙ্গী তনুশ্রী চক্রবর্তী এবং সদ্য মুক্তি পেতে চলা জিৎ এর রাবণ ছবির নায়িকা নবাগতা লহমা ভট্টাচার্য।
যিনি সাংবাদিক গৌতম ভট্টাচার্যের কন্যা। জিৎকে একটু চোখের দেখা দেখতে মঞ্চের ঘেরা টোপের বাইরে তখন অগণিত জিৎ অনুরাগীদের ভিড়।
ঘনঘন তাঁরা শ্লোগান তুলছেন_ এক দুই তিন চার, জিৎদা সুপার স্টার। শিরায় শিরায় রক্ত,আমরা জিৎ এর ভক্ত । সুপারস্টার তাঁদের দিকে হাত নাড়লেন। মঞ্চের পিছনের পর্দায় তখন রাবণ ছবির ট্রেলার।
এবার ঈদে বাজার কাঁপাবে রাবণ। জিৎ জানালেন, আমি ছোট থেকেই সঞ্চালক শাকিল আনসারীর ভক্ত। এখানে এতো মানুষের সমাগমে আমি আপ্লুত। বাবলুভাই ও সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা।
অনুষ্ঠানের আয়োজক বাবলু ওরফে জাইদ আলম যিনি বাবলু সিনে মিডিয়া বিজ্ঞাপন সংস্থার প্রাণপুরুষ- জানালেন, আমি নিউ মার্কেট অঞ্চলের দুর্গাপুজোর, কালি পুজোর সেক্রেটারি। এখানে পালিত হয় হোলি, দেওয়ালি ।
এমনকি জামাই ষষ্ঠী পর্যন্ত। তেমনই এবার আমার হিন্দু বন্ধুরা এবং এই এলাকার হিন্দু ব্যবসায়ীরা জানালেন, ঈদ উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করতে। জিৎ দাকে বললাম। ও রাজি হলো।
এমন মনে করার কারণ নেই, যে জিৎদা তাঁর ছবির প্রমোশন করতেই এসেছিল। জিৎদা আদ্যোপান্ত উদার মানসিকতার মানুষ। নিউ মার্কেট একটা মিনি ইন্ডিয়া। এখানে সব ধর্মের মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে যুক্ত।
আমরা প্রমাণ করেছি, বাংলায় হিন্দু,মুসলিম,খৃষ্টান,শিখ সবাই মিলেমিশে থাকি। ঈদ উপলক্ষে এই অনুষ্ঠান আসলে মিলন মেলা। আমরা চাই, সব ধর্মের সব ভাষার মানুষ সুখী হোক।
জমজমাট ইফতার অনুষ্ঠানের ছবি তুলেছেন 24×7 News Bengal এর চিত্রগ্রাহক বিশ্বজিত সাহা
Discussion about this post