নিউজ ডেস্ক: দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের জব্বরপল্লীর বাসিন্দা নির্মল মণ্ডল শনিবার দুপুরে দোকান বন্ধ করে সাইকেল চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় ইস্পাত নগরী থেকে লালবাগগামী একটি বাইক দ্রুতগতিতে তাঁকে ধাক্কা মারে।যার জেরে গুরুতরভাবে মাথায় চোট লাগে নির্মলবাবুর।এরপর দুর্গাপুর সাব ডিভিশন হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালের তরফে জানানো হয়, চোট গুরুতর। তাই এখানে চিকিৎসা সম্ভব নয়। বর্ধমান মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরপর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেও চিকিৎসা হয়নি। কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় নির্মলবাবুকে। তবে পরিবারের তরফে কলকাতায় নিয়ে যাওয়া হয়নি। তারপর বর্ধমানের অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও চিকিৎসা মেলেনি। এরপর দুর্গাপুরে ফিরিয়ে আনার সময় কাঁকসার দুটি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ মৃতের পরিবারের। এরপরই তিনটে নাগাদ রাস্তাতেই মৃত্যু হয় নির্মলবাবুর।
আরো পড়ুন গ্রেপ্তারির ভয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন, দাবি অর্জুন সিংয়ের
এরপরই ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে এসে অবরোধ করে। প্রায় ৪ ঘণ্টা চলে অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাপুর, দুর্গাপুর-ফরিদপুর থানার পুলিশ। এরপর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। ঘটনাস্থলে যান তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি। তিনি বলেন, ‘স্বাস্থ্যসাথী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রকল্প। রাজ্য সরকারের প্রকল্প।এই কার্ড যারা ফিরিয়ে দিয়েছেন তারা অন্যায় করেছেন।জেলাশাসকের কাছে অভিযোগ জানাব।’
Discussion about this post