দেবশ্রী মুখার্জী : এই বছর অর্থাৎ 2022 সাল কামারহাটি পৌরসভার ১২৫ তম প্রতিষ্ঠা বর্ষ উদযাপনে পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের অধীনস্থ রাজ্য নগর উন্নয়ন সংস্থা (SUDA) এর তত্ত্বাবধানে এবং কামারহাটি পৌরসভার উদ্যোগে আয়োজিত হলো কামারহাটি বেলঘড়িয়ায় ‘স্বয়ংসিদ্ধা মেলা 2022’ ২৩শে ডিসেম্বর থেকে২৭ শে ডিসেম্বর পর্যন্ত। গত ২৩ শে ডিসেম্বর এই মেলার অনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া।
এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথির উপর উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়, বিধায়ক শ্রীযুক্ত তাপস রায়, বিধায়ক শ্রীযুক্ত নির্মল ঘোষ, কামারহাটি পৌরসভা পৌরপ্রধান শ্রীযুক্ত গোপাল সাহা মহাশয়, উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান শ্রীযুক্ত বিধান বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটির পৌরহিত্য করেন পৌরপ্রধান পারিষদ সদস্যা শ্রীমতি মেঘনা মিত্র। উত্তর ২৪ পরগনা জেলার ১৬টি পৌরসভার প্রায় ৭০ টি স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় অংশগ্রহণ করে। মেলার ৩৫টি স্টলে শীতের পিঠে, পুলি, কেক থেকে জামা কাপড়, কসমেটিকস সবকিছুই পাওয়া যায় সুলভ মূল্যে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post