সংবাদদাতা বসিরহাট: যখন স্বাস্থ্য দপ্তর নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে তখন কেন্দ্রের রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন তালিকা প্রকাশ করে রাজ্য কে জানিয়ে দিল রাজ্যের মধ্যে প্রসূতি বিভাগে প্রথম গ্রামীণ হাসপাতালের স্বীকৃতি পেল টাকি গ্রামীণ হাসপাতাল। রাজ্যের জেলাার মধ্যে দ্বিতীয় বসিরহাট স্বাস্থ্য জেলা। ২০১৮ সালের প্রথম স্বীকৃতি পায় কেন্দ্রের ঘোষিত তালিকায় রাজ্যের ন্যাশনাল মেডিকেল কলেজ। তারপর করোনা মহামারী কালে যেভাবে সীমান্ত থেকে সুন্দরবন ১০ টি ব্লকে ৩০ লক্ষ মানুষের পরিষেবা দিয়ে গেছে চিকিৎসকরা, তাই আজ পুরস্কৃত হচ্ছে।
রাজ্যের এই হাসপাতালগুলো বসিরহাট স্বাস্থ্য জেলার এক স্বাস্থ্য আধিকারিক বলেন, যেভাবে করোনা মহামারী কালে চিকিৎসকরা মানুষের পরিষেবা দিয়ে গেছে পাশাপাশি প্রসূতি বিভাগে ৯০% সঠিক কাজ করে কেন্দ্রের লক্ষ্য বলে প্রকল্পে পাশ করেছে। পাশাপাশি শল্য চিকিৎসা ৮৭ শতাংশ কাজ করেছে বসিরহাট স্বাস্থ্য জেলা পাশাপাশি টাকি গ্রামীণ হাসপাতাল প্রসূতি বিভাগে ৯০ শতাংশ কাজ করেছে। তাতে একদিকে মা ও শিশুর মৃত্যুর হার কমেছে তাতে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে স্বীকৃতি দিয়েছে। এই বিষয়ে বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় জানান মহামারী করনার সময় স্বাস্থ্য আধিকারিকরা যেভাবে পৌরসভা পঞ্চায়েতে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছে তার ফলস্বর রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের প্রথম স্থান পেয়েছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post