নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- পঞ্চায়েত নির্বাচনের লক্ষে গ্রামাঞ্চল উন্নয়নে জোর দিয়েছে ঘাসফুল সরকার। বৃহস্পতিবার দমদম-ব্যারাকপুর সংগঠনিক জেলার সভাপতি তথা বরানগরের বিধায়ক তাপস রায় টিটাগড় দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে জানান, পথশ্রী,-রাস্তাশ্রী প্রকল্পে ব্যারাকপুর ব্লক-১ ৩৩টি রাস্তা তৈরি করা হবে। মোট রাস্তার দৈর্ঘ্য ২৭.৮১ কিমি। এর মধ্যে ১৯টি রাস্তা কংক্রিটের এবং ১৪টি রাস্তা বিটুমিনাসের। ৩৩ টি রাস্তা তৈরিতে ব্যয় হবে ৭ কোটি ৭ লক্ষ ৯১ হাজার টাকা। অপরদিকে ব্যারাকপুর ব্লক-২ এর অধীনে ১৫টি রাস্তা তৈরি করা হবে। রাস্তার মোট দৈর্ঘ্য ১২.৪৩ কিমি। এর মধ্যে ৯ টি কংক্রিটের এবং ৬টি বিটুমিনাসের।
এই ১৫ টি রাস্তা তৈরিতে খরচ হবে ৩ কোটি ৭৮ লক্ষ ৯ হাজার টাকা। এছাড়া আলাদা করে আমডাঙ্গা, নৈহাটি, নোয়াপাড়া, জগদ্দল, খড়দায় বেশ কয়েকটি রাস্তা তৈরি করা হবে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে। তাপস রায় বলেন, খুব শীঘ্রই টেন্ডার ডেকে রাস্তাগুলো তৈরির কাজে হাত লাগানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ বর্ষার আগেই রাস্তাগুলো তৈরির কাজ সম্পন্ন করতে হবে। এদিন উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পুরপ্রধান ও খড়দার চেয়ারপার্সন যথাক্রমে উত্তম দাস ও নীলু সরকার, বরানগর পুরসভার উপ-পুরপ্রধান দিলীপ নারায়ন বসু-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post