দেবশ্রী মুখার্জ্জী : গত ৬ ই আগস্ট কলকাতার ‘ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে’ অনুষ্ঠিত হল তসম এর ‘প্রি-পূজা কার্নিভাল ২০২২’। ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি এবং তার ফ্যাশন ব্র্যান্ড, তসম্ ফ্যাশন স্টুডিও প্রতি বছরই নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয়। এবছর তারা দুর্গাপুজোর ৫ দিনের ফ্যাশন ভাবনাকে তুলে ধরছেন বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। প্রমিত মুখার্জির কথায়, ‘পুজোর সময় আমরা বড় বড় ব্যানার, হোর্ডিং জুড়ে নানান রকম বিজ্ঞাপন দেখি। তবে পুজো ফ্যাশন কে নিয়ে তার ভাবনাটা একটু অন্যরকম।
এবছর ‘প্রি-দুর্গাপুজো কার্নিভাল ২০২২’ এর মাধ্যমে তিনি ষষ্ঠী থেকে দশমী পুজোর পাঁচ দিনে কি রকম ফ্যাশন হতে পারে, তার একটা আভাস লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরলেন রাম্প শো এর মাধ্যমে। এই অনুষ্ঠানে সেলিব্রিটি থেকে শুরু করে মডেলরা যেমন রাম্পে হাঁটলেন তেমনি বিদেশি কনস্যুলেটরাও একেবারে সাবেকি পোশাকে, ধুতি পাঞ্জাবি পরে রাম্পে হাঁটলেন। আবার মহিলা কনস্যুলেটদের রাম্পে দেখা গেল শাড়ি পরে। অন্যদিকে টলিউডের সেলিব্রিটিদের পাশাপাশি সফল উদ্যোগপতিরাও পুজোর সাবেকি সাজে রাম্পে হাঁটলেন।
আর সেই সব পোশাকের মধ্যে রইল খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। অনুষ্ঠানে উপস্থিত সেলিব্রিটিদের মধ্যে প্রতিষ্ঠিত সংগীতশিল্পী গুরুজিৎ সিং, অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায় ছাড়াও বিশিষ্ট অতিথিদের মধ্যে গৌতম দে, রিয়াজুল ইসলাম, প্রণব চন্দ্র, পায়েল ভার্মা, সুচেতনা দে, ইন্দ্রানী গাঙ্গুলী, জসমিত সিং অরোরা, তন্ময় চক্রবর্তী, রূপা নন্দী প্রমখরা ছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে দুর্গা স্তোত্র পরিবেশন করেন নৃত্যশিল্পী, বিশিষ্ট মডেল ও অভিনেত্রী সুচরিতা মুখার্জি। এরপর সঙ্গীত পরিবেশনে অংশগ্রহণ করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়। এরপর বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের নিয়ে রাম্প শো, সমাজ যাদের ব্রাত্য করে রেখেছে, সেইসব ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতের সামনে তুলে ধরতেই তসম্ ফ্যাশন স্টুডিওর এই উদ্যোগ।এই বাচ্চাদের সঙ্গে রাম্পে হাঁটলেন মডেলরাও।
তসম্ এর কর্ণধার প্রমিত মুখার্জি জানালেন, তাদের বার্ষিক অনুষ্ঠান সিজন অনুসারে হয়। ইতিমধ্যে ফ্যাশন ফিয়েস্তা ওয়ান, টু, থ্রি সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেছে। এটা পুজোর আগের অনুষ্ঠান। যেটা প্যানডেমিক এর আগে ২০১৯ পর্যন্ত হয়েছিল। কিন্তু ২০২০-২ ১ এ লকডাউনের কারণে হতে পারেনি। আবার ২০২২ এ হল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সমস্ত মানুষদের পাশে পেয়ে তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post