রাজকুমার দাস: রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরের পরিবেশ কে কোনো ভাবে নষ্ট করা যাবেনা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হবে । পরিবেশ আদালত এবং মহামান্য আদালত সুপ্রিম কোর্টের নির্দেশের উপেক্ষা যাতে না হয় সেই লক্ষ্যে বুধবার “বঙ্গ যোদ্ধা” সংগঠন বাঙালি জাতির অধিকার রক্ষার সংগঠন সারাদিন রবীন্দ্র সরোবরে পর্যবেক্ষণ করলো যাতে কোনো ভাবে , বিগত দুই বছর আগের ঘটনার পুনরাবৃত্তি না হয়(হিন্দি বাদী দ্বারা আক্রান্ত) কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংঠনের সভাপতি প্রবীর রায় মহাশয়, ছিলেন সংগঠণের সহ সভাপতি অভিজিৎ দে, ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোদ্ধা দেবাশীষ ঘোষ ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সহযোদ্ধা মৌসুমী মজুমদার, ছিলেন বাংলা বাদী আন্দোলনের পুরনো মুখ হুগলির রাকেশ বক্সী মহাশয়, ছিলেন বঙ্গ নারী যোদ্ধা সহযোদ্ধা বনানী বিশ্বাস , ছিলেন বঙ্গ নারী সহযোদ্ধা শুভ্রা রুদ্র ছিলেন নবাগত সহযোদ্ধা রানাঘাটের সুজিত ঘোষ ছিলেন সহযোদ্ধা যজ্ঞেশ্বর বেরা,ছিলেন সহযোদ্ধা দিব্যেন্দু চ্যাটার্জী , ছিলেন সহযোদ্ধা বীরেন্দ্রনাথ মুখার্জী, ছিলেন সহযোদ্ধা রঞ্জিত নায়েক এছাড়াও আরো অনেক সহযোদ্ধা রা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন মদ খাওয়ার টাকা চেয়ে না পেয়ে বীজপুরে স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত দুষ্কৃতীদের
মূলত বঙ্গ যোদ্ধা সংগঠন এই বার্তাই আজ দিলো যে সংগঠণ ছট পূজোর বিরোধী নয় কিন্তু পরিবেশ কে নষ্ট করে কোনো কিছু করা যাবেনা যেমন সরোবরে দুর্গা পুজো, কালী পূজা, লক্ষী পুজো, জগদ্ধাত্রী পুজো হয়না সরোবরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ঠিক সেই ভাবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরেও কোনও ভাবে ছট পূজা হতে দেওয়া যাবেনা । সর্বশেষে বঙ্গ যোদ্ধা সংগঠণের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্য পুলিশ প্রশাসন কে অজস্র ধন্যবাদ এবং বাংলা বাদী অভিনন্দন জানানো হয় । পরিশেষে কর্মসূচির পরিসমাপ্তি ঘোষণা করা হয় ।
Discussion about this post