নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বেলঘড়িয়ার পাঁচ নম্বর যতীন দাস নগরে এক যুবককে অস্বাভাবিক মৃত্যু ঘিরে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ালো। অভিযোগ, নেশাভান ছাড়ানোর নাম করে ওই যুবককে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। মৃত যুবকের নাম সুমন সরদার ( ২২)। তাঁর বাড়ি কেষ্টপুরে।
আরো পড়ুন Madan Mitra: হকার্স সুরক্ষা ইউনিয়নের পক্ষ থেকে দাওয়াতে- ইফতার
যুবকের মৃত্যুর ঘটনা চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় যতীন দাস নগরে। মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয় বাসিন্দারা ক্ষেপে ওই নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি দীর্ঘক্ষন যুবককে মৃতদেহ আটকে তারা বিক্ষোভ দেখায়। অবশেষে রাফ-সহ বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়। তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের মা রিঙ্কু দেবীর দাবি, গত ২১ এপ্রিল রাতে ছেলেকে ওই নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করেছিলাম। ছেলে ভালোই ছিল।
এদিন সকাল ৬-৩০ নাগাদ আচমকা নেশামুক্তি কেন্দ্র থেকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলা হয়। ওরা বলেছিল, ছেলে খুব অসুস্থ। অনেকক্ষন অফিসে বসিয়ে রাখার পর বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যু হয়। কিন্তু রিঙ্কু দেবীর অভিযোগ, ওরা ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। নেশামুক্তি কেন্দ্র দেখাশুনার কাজে নিযুক্ত দুইজনকে পুলিশ আটক করেছে।
Discussion about this post