নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে শুক্রবার বেলায় উত্তেজনা ছড়ালো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। মৃতার নাম সুশীলা মন্ডল ( ৬৫)। তিনি শ্যামনগর রাহুতা বি আর এস কলোনির বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় বুকে ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুশীলা দেবী।
আরো পড়ুন সরকারি হাসপাতালের ভাঁড়ারে টান, সঙ্কট ওষুধে
এদিন সকালে ইসিজি করার পর রিপোর্ট ভালো বেরোয়। তাঁকে কোভিড পরীক্ষার জন্য কোভিড ওয়ার্ডে আনা হলে তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। এরপর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে মৃদু ভাঙচুর চালায় মৃতের পরিবারের লোকজন। ভেঙে ফেলা হয় কোভিড কিট-সহ সামগ্রী। এই ঘটনাকে নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা ছড়ায়। জগদ্দল থানার পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।
Discussion about this post