নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। রবিবার সকাল ৭-৩০ নাগাদ পেটে ব্যথা নিয়ে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছিলেন জগদ্দল কলাবাগান ২৩ নম্বর গলির বাসিন্দা ঝুনঝুন সাউ ( ৩২)।
আরো পড়ুন উত্তরাখন্ড থেকে ফিরে এসে তিন ভাইকে ফোঁটা দিলেন সেলিব্রেটি সাংসদ লকেট চট্টোপাধ্যায়
তিনি জগদ্দল জে জে আই জুটমিলের শ্রমিক ছিলেন। মৃতের পরিবারের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ায় ফলেই ঝুনঝুনের মৃত্যু হয়েছে। ঝুনঝুনের মৃত্যুর পর হাসপাতালে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে মৃদু ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে মৃতের পরিবার-পরজনদের বিরুদ্ধে। উত্তেজনার খবর পেয়ে হাসপাতালে আসেন ভাটপাড়ার পুর প্রশাসক গোপাল রাউত।
তিনি ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। অবশেষে তপ্ত পরিস্থিতির সামাল দেয় জগদ্দল থানার পুলিশ। পুর প্রশাসক বলেন, বিষয়টি নিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে আলোচনায় বসে অভিযোগ খতিয়ে দেখা হবে।
Discussion about this post