নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: করোনাকালে জরুরি ভিত্তিতে 116 জনকে গ্রুপ ডি পদে অস্থায়ীভাবে কাজে নিয়েছিল কামারহাটির সাগরদত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। কয়েকদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানিয়ে দেয়, 31 মার্চ তাদের কাজের শেষ দিন।
তাই কাজের দাবিতে শুক্রবার সকাল থেকে 116 জন অস্থায়ী কর্মী হাসপাতালের আউটডোরে প্রবেশের মুখে মেঝেতে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের জেরে হাসপাতালের পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, 2020 সালে করোনার সময় থেকে 116 জনকে কাজে নেওয়া হয়েছিল। করোনা শেষ হতেই তাদেরকে হাসপাতাল থেকে তাড়িয়ে দেওয়া হল।
আরো পড়ুন Digha Hotel: শুক্রবার থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম! দিঘাতে থাকার খরচ কি তবে বাড়তে চলেছে?
বিক্ষোভকারীদের হুঁশিয়ারি, 116 জনকে পুনরায় কাজে নিয়োগের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। যদিও হাসপাতাল সুপার সুজয় মিস্ত্রির দাবি, আপদকালীন অবস্থায় এজেন্সির মাধ্যমে অস্থায়ীভাবে ওদের নিয়োগ করা হয়েছিল। অর্ডার কপিতে 31 মার্চ পর্যন্ত কাজের সময়সীমা উল্লেখ করা আছে। তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওদের দাবি দাওয়া বিবেচনার জন্য অবশ্যই পাঠানো হবে।
Discussion about this post