নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- দোলের দিন শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে রঙ খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল এক কিশোর। পরদিন শনিবার বিকেলে বরানগর আলমবাজার গঙ্গার ঘাট থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। মৃতের নাম শুভজিৎ বর্মন। ওঁর বয়স ১৭ বছর। রবিবার বিকেলে শুভজিতের মৃতদেহ তাঁর বাড়িতে এসে পৌঁছয়।
আরো পড়ুন ভোট প্রচারে বেরিয়ে কচিকাঁচাদের সঙ্গে ফুটবল খেললেন বাবুল সুপ্রিয়
ক্ষুব্ধ বাসিন্দারা তাঁর মৃতদেহ আটকে বিক্ষোভ দেখায়। মৃতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, জলে ডুবে মৃত্যু হয়েছে। নাকি ঘটনার পিছনে অন্য রহস্য আছে। তার সঠিক তদন্ত করতে হবে। যদিও পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারন জানা যাবে। মৃতের বাবা মানিক বর্মনের দাবি, ছেলে কোনদিনও গঙ্গায় স্নান করতে যায়নি। যদি সেদিন গঙ্গায় গিয়েছিল, তাহলে কাদের সঙ্গে গিয়েছিল এবং কেন গিয়েছিল। তার তদন্ত হওয়া দরকার।
Discussion about this post