নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- হোলি উৎসবকে কেন্দ্র করে শনিবার বেলায় ব্যাপক উত্তেজনা ছড়ালো জগদ্দল থানার ১৮ নম্বর ওয়ার্ডে সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি মজদুর ভবনের সামনে। সাংসদের অভিযোগ, এলাকার ছেলেরা হোলি উৎসবে মাতোয়ারা ছিল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের পুত্র নমিত সিং দলবল নিয়ে এসে যুবকদের ওপর হামলা চালায়।
আরো পড়ুন কে কত টাকার বিনিময়ে চেয়ারম্যান হবে, তা পুলিশ ঠিক করছে, বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের
ওদের ছোড়া টালি ভাঙার আঘাতে বিট্টু যাদব-সহ চারজন যুবক জখম হয়েছে। ঘটনাস্থলে জগদ্দল থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতির সামাল দেয়। গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। সাংসদের বাড়ি মজদুর ভবনের মোতায়ন বিশাল পুলিশ বাহিনী।
Discussion about this post