নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত উন্টিয়া গ্রামে প্রত্যেক বছর জৈষ্ঠ্য মাসের দ্বিতীয় শনিবার এই পূজা হয়। প্রায় ২০০ বছর ধরে হয়ে আসছে বলে কমিটির তরফ থেকে জানানো হয় । এই পূজাকে ঘিরে বহু মানুষের সমাগম হয়। তিন দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বলে জানা যায় ।
পুজোর নিয়ম-নীতি মেনে পূজা, হোম যজ্ঞ, অষ্ট পুনাম ধুনো পুরানো বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুজো হয়।
পুজো ঘিরে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, উন্টিয়া শ্রীশ্রী রক্ষাকালী পূজা কমিটির ও মন্দির নির্মাণ কমিটির সেক্রেটারি অম্লান হাটি, কোষাধক্ষ্য সুতনু গুপ্ত, পুরোহিত শুভেন্দু মুখার্জি, কমিটির সদস্য কাজল হাটি, ননী চক্রবর্তী, সাধন হাজরা, অরূপ দত্ত সকল সদস্য ও ভক্তবৃন্দ।
Discussion about this post