দীপ দেব: অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচর রাঙ্গিরখাড়ী স্থিত শ্রীমৎ স্বামী ভোলাগিরি মহারাজের ৯৪ তম তিরোধান দিবস সাড়ম্ভড়ে পালন করা হয়। উক্ত আশ্রমে শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরি মহারাজের বিগ্ৰহ পূজা, শিব পূজা ,মহিম্মি স্তোত্র পাঠ সহ উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরন করা হয়।
সেদিন উক্ত তিরোধান দিবস পরিচালনায় ছিলেন শ্রীমৎ স্বামী ভুবনানন্দ গিরি মহারাজ, পুরোহিত শ্যামল চক্রবর্তী, কস্তুরী পাল,বাপ্পা দত্ত, সৌমেন দত্ত চৌধুরী, সুজিৎ দাস,সুশান্ত সেন সহ আরো অনেকে।
আরো পড়ুন Firhad Hakim: বিজেপির বিধায়ক শংকর ঘোষকে খোঁচা ফিরহাদ হাকিম এর
Discussion about this post