নিজস্ব সংবাদদাতা, দিশা দাস: সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক মঞ্চ থেকে গত 23 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে একটি চিঠি লেখেন APDR সম্মেলন বাতিল প্রসঙ্গে। তারা লিখেছেন, গত 1 তারিখ অনুমতি চাওয়া হলেও আগের দিন (২২শে অক্টোবর) তড়িঘড়ি বাতিল করা হয় রাজ্য সরকারের স্বৈরাচারী মনোভাবের জন্য।
আরো পড়ুন বেহালার বুড়ো শিবতলায় যুবকের রহস্যমৃত্যু
তারা আরও লিখেছেন, তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সরকারের স্বৈরাচারী কাজকর্ম আরও প্রকট হয়েছে। করোনা অতি মাড়িকে ব্যবহার করা হচ্ছে মানুষের গণতান্ত্রিক মতপ্রকাশের অধিকার খর্ব করার জন্য। রাজ্যে মিটিং মিছিলের ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ জারি করা হলেও বিভিন্ন শাসক দলের জমায়েত ধর্মীয় জমায়েত চলছে পুরোদমে।
আরো পড়ুন দুর্গা পূজো কেমন কাটালেন! জি বাংলার রিমলি সিরিয়ালের রিমলি?
রাজ্যে তাদের গণতন্ত্রের ওপর এই আক্রমণের ফলে ফ্যাসিবাদী শক্তির জমি আরো শক্ত হবে বলে তারা দাবি করেছেন। এই সমিতির কর্তৃপক্ষরা বলেন যে তারা গত ১ তারিখ এই সম্মেলনের অনুমতি চেয়েছিলেন কিন্তু সম্মেলন হওয়ার একদিন আগে অর্থাৎ ২২শে অক্টোবর সেই অনুমতি বাতিল করা হয় । এই চিঠিটি রাজ্য সরকারের উদ্দেশ্যে 23 শে অক্টোবর করা হয় সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক মঞ্চের পক্ষ থেকে।
Discussion about this post