দীপ দেব: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সোনাই কৃষ্ণপুরে ১৬ এপ্রিল তথা রবিবার সন্ধ্যায় প্রেসিডেন্সি গ্লালস কলেজের নতুন ভবনের শুভ দ্বার উদ্বোধন হলো প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূইয়া হাত দিয়ে ও এক আলোচনা সভার আয়োজন করা হয় ।উক্ত আলোচনা সভায় উপস্থিত প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূইয়া, ডাঃ সামছূর রহমান লস্কর,ডাঃ খালেদ আহমেদ মজুমদার, ইবাদূর রহমান,ডাঃদিলবার আহমেদ খান,ডাঃ হুমায়ূন কবির, আইনজীবি রাসিদ আহমেদ লস্কর, সমাজসেবী হবিউর রহমান বড়ভূইয়া, কুমারপারা নিজ জয়নগর জিপির সভানেত্রী ফরিদা পারবিন লস্কর, সমাজসেবী মতিউর রহমান মাঝারভূইয়া, বদরুল হক মজুমদার, সালেহ আহমেদ মজুমদার মহাশয়দেরকে প্রেসিডেন্সি গ্লালস কলেজের কর্তৃপক্ষরা থেকে উত্তরীয় পড়িয়ে সম্মান জানান।
প্রাক্তন বিধায়ক মৌলানা আতাউর রহমান মাঝারভূইয়া বলেন, বিগত দিনে শিক্ষার গ্ৰহনে ক্ষেত্রে পুরুষের তুলনায় সংখ্যায় মহিলাদের হার কম ছিল কিন্তু বর্তমান দিনে মুসলিম মেয়েরা যুগের তাগিদে শিক্ষার গ্ৰহনের দিকে অগ্ৰসর হচ্ছেন, এইটি একটি সমাজের জন্য শুভ সংকেত।ডাঃ সামছূর রহমান লস্কর বলেন, শিক্ষা গ্ৰহনের ক্ষেত্রে জাতি কোনো বিষয় নয়, বিষয়টি হচ্ছে ছাত্র-ছাত্রী যেমন ইচ্ছাশক্তি তেমনিই তাদের অভিভাবকদের আন্তরিকতা থাকার প্রয়োজন রয়েছে, বর্তমান দিনে মুসলমান মেয়েরা ডাক্তার-ইঞ্জিনিয়ার-এ.পি.এস-আই.এস অফিসার হচ্ছেন কারন যুগের সঙ্গে তাদের শিক্ষার গ্ৰহনের সঙ্গে নিজের পায়ে সমাজের জন্য কিছু করার প্রবণতা আছে বলেই সেটা হচ্ছে।
দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমূর রাজা চৌধুরী বক্তব্যে, প্রথমে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রেসিডেন্সি জুনিয়র কলেজটি ক্রমে-ক্রমে সততার পথে চলে আজ প্রেসিডেন্সি গ্লালস কলেজের দিকে হওয়াটা এই অঞ্চলবাসীর কাছে একটি গর্বের বিষয় এবং আগামীদিনে এইভাবে সততা ও নিষ্ঠার সহিত কলেজ কর্তৃপক্ষরা ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য কাজ করে যান,তাহলে উনারাই একদিন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন।
তিনি আরো বলেন,শিক্ষা গ্ৰহনের ক্ষেত্রে জাতি -ধর্ম-বর্ণ কোনো ধরনের ফ্যাক্টর না, শিক্ষা গ্ৰহনে সবার অধিকার রয়েছে। বর্তমান দিনে প্রচুর গরিব ঘরের মেধাবী ছেলে-মেয়েদের উচ্চশিক্ষা গ্ৰহনের ক্ষেত্রে বেসরকারী সামাজিক সংস্থারা সাহায্য করছেন এবং বর্তমান দিনে মেয়েদের শিক্ষা অর্জন করাটা একান্ত প্রয়োজন হয়ে দাড়িয়েছে। সেদিন পবিত্র রমজান মাস উপলক্ষে এক ইফতার মেয়েফিলেরও আয়োজন করেন উক্ত গ্লালস কলেজের কর্তৃপক্ষরা। অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি সিনিয়র সেকেন্ডারি স্কুলের ভাইস প্রিন্সিপাল ডাঃ আব্দুল মান্নান খুরেসী সহ আরো বিশিষ্টজনেরা। উপস্থিত সবাই প্রেসিডেন্সি গ্লালস কলেজের শ্রীবৃদ্ধি কামনা করেন নিজ -নিজ বক্তব্যে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post