দেবশ্রী মুখার্জী : সম্প্রতি (৩রা জুলাই ২০২২ ) শিলিগুড়ির জলপাই মোড় থেকে পানিটাঙ্কি মোড় বাংলা পক্ষর ঐতিহাসিক মহামিছিল হল বিজেপির বাংলা ভাগ ষড়যন্ত্রের বিরুদ্ধে। এই মিছিলে যোগ দেন বিভিন্ন জেলার বাংলা পক্ষর এক হাজারের বেশি সহযোদ্ধা। এই মহামিছিলে মহিলাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এই দীর্ঘ মিছিলে রাস্তার দুইপাশে উৎসুক বাঙালিদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি করে। অনেকে স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় যোগ দেন।
আরো পড়ুন Matri Shakti Banner Shoot 2022: মাতৃশক্তি ব্যানার স্যুট ২০২২
মিছিলের নেতৃত্ব দেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। সাথে ছিলেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি, অমিত সেন, ডঃ অরিন্দম বিশ্বাস, মনোজিৎ বন্দোপাধ্যায়, কালাচাঁদ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষ শিলিগুড়ি জেলা সম্পাদক গিরিধারী রায়, বাংলা পক্ষ জলপাইগুড়ি জেলা সম্পাদক অভিষেক মিত্র মজুমদার, বাংলা পক্ষর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক শুভঙ্কর ঘোষ , বাংলা পক্ষর কোচবিহার নেতৃত্ব প্রশান্ত নাথ ও হাশিফুল হোসেন, প্রমুখ।
মিছিলের মাধ্যমে দাবি করে স্পষ্ট বার্তা দেওয়া হয় সংগঠন থেকে যে, ‘বাংলা ভাগ হবেনা’।
এছাড়া বিহারে দুটো এইমস তাই জলপাইগুড়ি অথবা রায়গঞ্জে বাংলার দ্বিতীয় এইমস চাই, এনজেপিকে হাব করে কোচবিহার ও মালদা অবধি বিস্তৃত লোকাল ট্রেন নেটওয়ার্ক চালু করার দাবি করা হয়। অনুপ্রবেশ রুখতে নেপাল সীমান্ত সিল করা এবং তাতে সশস্ত্র বিএসএফ মোতায়েন করার দাবি জানানো হয়।
Discussion about this post