নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– খড়দার মোড়ল পাড়ায় ঈদের মেলা থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। রহড়া থানার টিটাগর স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। মৃতের নাম সেলিম সাহাজী ( ১৯)। তাঁর বাড়ি টিটাগড় সৈয়দ গাজী বাবা মাজার এলাকায়। সেলিম স্থানীয় একটি পরোটার দোকানের কর্মী ছিলেন। বাড়ির কাছেই রাস্তায় পিঠে গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েছিল সেলিম। তাঁকে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
মৃতের বাবা সমর সাহাজীর সন্দেহের তির স্থানীয় দুষ্কৃতী ইসমাইল, সোনু ও মনুর দিকেই। এরা তিনজনই নয়াবস্তির বাসিন্দা। মৃতের বাবা সমর সাহাজী জানান, টিটাগড় ৪ নম্বর প্ল্যাটফর্মের দিকে মাজারের কাছে দোকান বানানো নিয়ে ইসমাইল, সনু ও মনুর সঙ্গে ঝামেলা হয়েছিল। ওরা তার কাছে এক লক্ষ টাকা তোলা চেয়েছিল। সমর বাবুর অভিযোগ, আমার ওপর রাগ থাকায় এবং তোলা না দেওয়ায় ওরা ছেলেকে গুলি করে খুন করলো। মৃতের পরিবারের পক্ষ থেকে রহড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ ।
Discussion about this post