নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- হালিশহর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বকুলতলা সংলগ্ন এলাকায় রাস্তার ধার থেকে রবিবার সকালে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল বীজপুর থানার পুলিশ। এদিন সকালে বৃদ্ধাকে রাস্তার ধারে পড়তে থাকতে দেখেন স্থানীয়রা।
আরো পড়ুন Swasthya Sathi: স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হল না চিকিৎসা
পাশে একটি জলের বোতল পড়েছিল। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। স্থানীয়দের অনুমান, বার্ধক্যজনিত কিংবা অসুস্থতার কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, কিভাবে বৃদ্ধার মৃত্যু হয়েছে, তা বলা সম্ভব নয়। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
Discussion about this post