নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নৈহাটির ৩ নম্বর ওয়ার্ডের হাজিনগর নেতাজি কলোনি এলাকার একটি ঘর থেকে বুধবার রাতে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। যদিও ওই যুবকের মৃত্যুর কারন নিয়ে ধোঁয়াশায় স্থানীয় মানুষজন। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে ইদু ও ভুলু নামে দুই ভাই থাকতেন। অত্যাধিক নেশাভান করার কারনে ওদের মা ও স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন। স্থানীয় কাউন্সিলর মনোয়ারা বেগম জানান, ওইদিন রাতে দলীয় এক কর্মীর ফোন পেয়ে ছুটে এসে দেখি, ঘরের মধ্যে যুবকের দেহ লুটিয়ে পড়ে রয়েছে। যুবকের শরীরের কোথাও আঘাতে চিহ্ন ছিল না। কিন্তু ওই ঘর থেকে ইদুকে বের হয়ে পালাতে দেখা গিয়েছে। যুবকের রহস্য মৃত্যু তদন্তে নৈহাটি থানার অধীনস্থ গরিফা আউট পোস্টের পুলিশ।
Discussion about this post