কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: গলসির সিমনোড়ি গ্রামে ডিভিসির সেচ খালে ভেসে এল এক অজ্ঞাত পরিচয়ের যুবকের মৃতদেহ। রবিবার বিকেল তিনটে নাগাদ সিমনোড়ি গ্রামের বাসিন্দাদের কয়েকজন মাঠে কাজ করার সময় হটাৎ একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন। তৎক্ষণাৎ তাঁরাই খবর দেন গলসি থানায়। গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। এদিকে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহের নাম, পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে জনাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্যানেলে এখন ভাল জল রয়েছে। স্রোতও রয়েছে। ফলে মৃতদেহটি কোনো জায়গা থেকে ভেসেও আসতে পারে এখানে। এদিকে জল থেকে দেহটি তোলার পরই মৃতের কান ও নাক দিয়ে রক্ত বের হতে দেখা যায় বলে জানিয়েছেন অনেকেই। উদ্ধারের সময় মৃত ব্যক্তির পরনে ছিল টিয়া রংয়ের গেঞ্জি ও নীল জিন্স। তাছাড়াও কোমরে বেল্ট ছিল বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। মৃতদেহটি দু তিন দিনের আগের হতে পারে বলে মনে করা হচ্ছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post