নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- সমকামী বান্ধবীর বাড়ি থেকে আরেক যুবতীর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো নোয়াপাড়া থানার ইছাপুর আনন্দমঠ সি ব্লক এলাকায়। শনিবার রাতে পুলিশ চর্চিতা ব্যানার্জির ( ২০) অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে। মৃতার বাড়ি টিটাগড় থানার ব্যারাকপুর আদর্শপল্লীতে।
আরো পড়ুন ২২শে বৈশাখের প্রাক্কালে সঙ্গীতজ্ঞ স্বপন সাহা বললেন “আমার রবীন্দ্র উদযাপন ৩৬৫ দিনের”
জানা গিয়েছে, দুবছর আগে ফেসবুকের মাধ্যমে চর্চিতার সঙ্গে ইছাপুরের নবনীতা দাসের আলাপ হয়। পরবর্তীতে উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা থেকে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইদানিং নবনীতা সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল বলে অভিযোগ। সম্পর্ক টিকিয়ে রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছিল চর্চিতা।
আরো পড়ুন পশ্চিমবঙ্গে প্রথমবার গানের ডিজিটাল প্লাটফর্মে রিয়ালিটি শো অনুষ্ঠিত হতে চলেছে
মৃতার মা বিনা ব্যানার্জির অভিযোগ, মেয়েকে বাড়িতে ডাকিয়ে ওরা হাত-পা, মুখ কাপড় দিয়ে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে। রবিবার মৃতার পরিবারের তরফে নোয়াপাড়া থানায় নবনীতা দাস ও তার বাবা-মা রতন দাস ও ছন্দিতা দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর তদন্তে জোর দেওয়া হবে। তবে নবনীতা ও তার মা ছন্দিতা দেবীর দাবি, সকলের অলক্ষে চর্চিতা ঘরে ঢুকে দ্বিতলে গিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বাইরে থেকে আগুন বলে চিৎকার করলে দরজা ভেঙে উদ্ধার করে ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
Discussion about this post