নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তভার সিটের হাত থেকে নিল সিবিআই। শনিবার রামপুরহাটের বগটুই গ্রামের প্রতিটি বাড়িতে ঢুকে তদন্ত শুরু করলো সিবিআইয়ের প্রতিনিধি দল। পুড়ে যাওয়া বাড়িগুলো ভালো করে পরিদর্শণ করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে কেন্দ্রীয় ফরেনসিক দল।
আরো পড়ুন সূচপুরের ঘটনায় সিপিএম শেষ হয়েছে, রামপুরহাটের ঘটনায় তৃণমূল শেষ হবে, দাবি শুভেন্দু অধিকারীর
রামপুরহাট থানায় গিয়ে পুলিশ অধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এমনকি দমকলের কাছ থেকেও তারা রিপোর্ট নিয়েছেন। ঘটনার দিন রাতে কারা ঘটনাস্থলে গিয়েছিলেন, তার তালিকা তৈরি করছে সিবিআই। তবে তদন্তে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে তদন্তকারীরা। তদন্তের ক্ষেত্রে থ্রি ডি স্ক্যানিং তারা ব্যবহার করছেন।
আরো পড়ুন Mamata Banerjee at Darjeeling: টানা পাঁচ দিন দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়
Discussion about this post