সংবাদদাতা বসিরহাট: পুলিশ একটা অন্যায় করলে দোষটা পরে আমাদের ঘাড়ে, অথচ আমরা জানি না। প্রশাসন একটা অন্যায় করলে দোষটা পড়ে আমারই ঘরে, অথচ আমি কিছুই জানি না, আমার কোন দোষই নেই। দেখুন আমি এখানে আসবো বলে তিন দিন ধরে কত কষ্ট করে সোয়েটার, চাদরগুলো কিনে এনেছি। অথচ এখানে এসে সব দেখছি ভোঁ-ভা”। মঙ্গলবার হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানার অন্তর্গত প্রতিমা ব্যানার্জি ক্রীড়া ময়দান থেকে এভাবেই জেলা প্রশাসন থেকে হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনকে তুলা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচির অঙ্গ হিসাবে মঙ্গলবার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের শমসেরনগরে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শমসেরনগর বনদেবির মন্দিরে পুজো দিয়ে তারপর সভা মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন তিনি। বক্তব্যের শুরুতেই প্রশাসনিক কাজকর্ম নিয়ে মেজাজ হারিয়ে ফেলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। সেইমতো আগে থেকেই পাঁচ হাজার কম্বল পাঁচ হাজার চাদর ও পাঁচ হাজার সোয়েটার মোট ১৫ হাজার শীতবস্ত্র পাঠানো হয় হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে। যা এদিনের সভামঞ্চ থেকে বিতরণের মধ্য দিয়েই জনসংযোগ করার কর্মসূচি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সভা মঞ্চে সেই সমস্ত শীতবস্ত্র না পাওয়ায় রেগে আগুন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাঠানো শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা না থাকায় প্রশাসনিক আধিকারিকদের মঞ্চে ডেকে ভৎসনা করেন তিনি। এমনকি সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের জন্য পাঠানো শীতবস্ত্র যত সময় না আসছে আপনারাও বসে থাকুন আমিও বসে থাকছি”। এই বলে মাইক্রোফোন ছেড়ে মঞ্চে বসে পড়েন মুখ্যমন্ত্রী।
এর পরই শীতবস্ত্রের খোঁজে তৎপর হয়ে ওঠে প্রশাসন। কিছু সময়ের মধ্যেই প্রশাসনিকভাবে সামান্য কিছু চাদর ও জামাকাপড় মঞ্চে হাজির করা হলেও তা পছন্দ না হওয়ায় ছুঁড়ে ফেলে দিতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এবং কিছু চাদর তুলে দেওয়া হয় স্থানীয় মানুষদের হাতে। প্রসঙ্গত, আমফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ নিয়ে এলাকায় এলাকায় উঠেছিল নানা অভিযোগ।আমফানের ত্রাণ পাচারেরও অভিযোগ উঠেছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধেও। আর এদিন মুখ্যমন্ত্রীর আনা ত্রাণ সভামঞ্চে হাজির না করায়ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। প্রশাসনের কর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন যদি, “বিডিওরা ঠিকমতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করে, যদি জেলাশাসক দায়িত্ব পালন না করে তাহলে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারি”।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।