নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বাড়ির সামনে ড্রেনে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলায় নৈহাটি থানার হাজিনগর জমিনদার রোডের নিউ বস্তি এলাকায়।
আরো পড়ুন মাতৃশক্তি শ্যামা সম্মানে কার মাথায় উঠল সেরা সেরার শিরোপা? জেনে নিন
স্থানীয়রা জানান, রাস্তার ধারে কলতলায় স্নান করতে গিয়ে পা পিছলে ড্রেনের ওপর কার্লভাটের তলায় ঢুকে যায়। খোঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে কল্যাণী জে এন এম হাসপাতালে নিয়ে হওয়ার পথেই ওঁর মৃত্যু হয়। ঘটনার পর ক্ষোভ ছড়িয়েছে নিউ বস্তী এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তা ও নিকাশি দরুন এমন ঘটনা ঘটল।
আরো পড়ুন মাস্কের হাত থেকে সকলকে মুক্তি দাও জগদ্দলে পুজোর উদ্বোধনে এসে বললেন অভিনেত্রী জুন মালিয়া
এর আগেও দুবার একই ঘটনা ঘটেছে। হালিশহর পুর প্রশাসক রাজু সাহানি ঘটনাস্থলে এসে জানান, খুব দুঃখজনক ঘটনা। অবিলম্বে রাস্তা ও ড্রেনের সংস্কার করা হবে
Discussion about this post