নিউজ ডেস্ক: ‘পয়লা বৈশাখ – বাংলা নববর্ষ’ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘দ্য ক্রীক ক্লাব’ বরণ করে নিল বাংলা ১৪৩০ সাল কে। অনুষ্ঠানের অঙ্গ রূপে ‘দ্য ক্রীক ক্লাব’ তাদের অনুষ্ঠান প্রাঙ্গণে ছোটো আকারে উপস্থাপন করেছিল বীরভূম জেলার ‘সোনাঝুরি হাট’-কে। দক্ষিণ ২৪ পরগনার জোকা-র গা ঘেঁষে অবস্থান করছে পৈলান। পৈলান-এর বেঙ্গল পৈলান পার্ক অঞ্চলে অবস্থিত এই ‘দ্য ক্রীক ক্লাব’।
‘দ্য ক্রীক ক্লাব’-এর হয়ে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অন্বেষ ঠাকুর জানান, “আজকের অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য ক্রীক ক্লাব’ পশ্চিমবঙ্গে বসবাসকারী বিভিন্ন প্রদেশের জনগণ তথা অন্যান্য সমাজের কাছে আবেদন করছে, আপনাদের সমাজের মেলবন্ধনের বিভিন্ন অনুষ্ঠান আপনারা প্রকৃতির বুকে ৪ একর ভূমির উপর ছড়িয়ে থাকা ‘দ্য ক্রীক ক্লাব’-এর ভূখণ্ডে অনায়াসেই করতে পারেন।”
আজকের অনুষ্ঠানে বীরভূমের সোনাঝুড়ি থেকে আগত তফশিলি উপজাতিভুক্ত সমাজের এক দল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের সংস্কৃতি জনমানসের সামনে তুলে ধরেন। এর পাশাপাশি অনুষ্ঠান মঞ্চের ধারে গড়ে তোলা হাটে সোনাঝুড়ি-র ৩০ জন কারিগর অংশগ্রহণ করেছিলেন।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post