নিউজ ডেস্ক: সকাল থেকেই আকাশ মেঘলা। আবহাওয়া দপ্তর বলছে, আজ কলকাতা সহ দক্ষিণ বঙ্গের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। যার গতি থাকবে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।
আরো পড়ুন নিমতায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর হামলার চেষ্টা শাড়ি ব্যবসায়ীর
এদিকে আগামী সপ্তাহে ফের ঝাঁপিয়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ভুবনেশ্বর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ৪ মে নাগাদ। তার জেরেই ওই অঞ্চলে ৬ মে নাগাদ তৈরি হবে নিম্নচাপ। পরের ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। সেই নিম্নচাপ ক্রমে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সেই ঘূর্ণিঝড় ওডিশা–পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়বে ১০ মে। তবে ঠিক কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, তার পর স্থলে কোন পথে এগোবে, তা এখনও জানাতে পারেনি আবহাওয়া দপ্তর।
কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এর নতুন ক্লাব ঘরের উদ্বোধন
Discussion about this post