নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বৃহস্পতিবার পানিহাটি পৌরসভার জমা জল ও ডেঙ্গু পরিস্থিতি খতিয়ে দেখলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা। এদিন প্রথমে জেলাশাসক সুমিত গুপ্তা পানিহাটি পুরসভায় বৈঠক করেন। বৈঠকে হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, পৌরসভার পৌরপ্রধান মলয় রায়, উপ-পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার ভবেশ পাড়ুই, পৌরসভার স্বাস্থ্য আধিকারিক অনির্বান রায়-সহ সি আই সিরা। বৈঠকের পর জেলাশাসক সুমিত গুপ্তা পানিহাটি পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন।
ওই ওয়ার্ডের নিচু এলাকায় জমা জলে মশার লার্ভা আছে কিনা, তা খতিয়ে দেখেন জেলাশাসক। সেখান থেকে জেলাশাসক সুমিত গুপ্তা আসেন পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে। গোটা হাসপাতাল চত্বর তিনি পরিদর্শন করেন। হাসপাতালে নর্দমায় ডেঙ্গির লার্ভা আছে কিনা এবং গাপ্পি মাছের উপস্থিতি কতটা, তা এদিন জেলাশাসক সরজমিনে খতিয়ে দেখলেন। জেলা শাসক সুমিত গুপ্তা জানান, ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরা ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ময়দান নামবে। নজর রাখতে হবে, যাতে কোথাও জল না জমে।
আরো পড়ুন বস্ত্র মন্ত্রীর ডাকে তড়িঘড়ি দিল্লি উড়ে গেলেন সাংসদ অর্জুন সিং
Discussion about this post