নিজস্ব প্রতিনিধি :- মাঠে-ময়দানে ওরা লড়াই করতে পারে না। ইডি – সিবিআই লাগিয়ে ওরা ক্ষমতা দখল করতে চাইছে। বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনের দলীয় প্রার্থী বাবুল সুপ্রিয়ের সমর্থনে প্রচারে যোগ দিয়ে এমনটাই বললেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর সমর্থনে এদিন বালিগঞ্জ ফাঁড়ি থেকে মল্লিক বাজার পর্যন্ত রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বললেন, জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয়বাংলা, জয়হিন্দের রাজনীতিতে এসেছেন বাবুল সুপ্রিয়। তবে এই কেন্দ্রের প্রার্থীর নাম বাবুল সুপ্রিয় নয়।
আরো পড়ুন Exclusive Interview Shreelagna Bandyopadhyay: বড়োপর্দায় শ্রীলগ্না
প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিরোধীদের জমানত বাজেয়াপ্ত করার ডাক দিলেন। রাজ্যের বিরোধী দলনেতার নাম না করে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যাকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তিনি বিজেপিতে গিয়ে ধোয়া তুলসী পাতা হয়ে গিয়েছেন। প্রয়াত সুব্রত মুখার্জির অসম্পূর্ন কাজ সম্পূর্ণ করার জন্য তৃণমূল প্রার্থীকে ভোট দেবার আহ্বান করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরো পড়ুন Petrol Diesel Hike: দেশের কোন শহরে জ্বালানির দাম কত? জেনে নিন
Discussion about this post