কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি : শিলিগুড়িতে আগামীকালের ফাইনাল ম্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে হয়ে উঠেছে। আগামীকালের ম্যাচ যে ভারত জীতছেই সেটা দাবী করলেন শিলিগুড়ির কয়েকজন ভারতীয় সমর্থক। তাদের দাবী ভারতের হাতে এবার বিশ্বকাপ উঠছেই, এই বিষয়ে কোন সন্দেহ নেই। এবারে ভারত খেলছে একেবারে চাম্পিয়ানদের মতনই। কোন ম্যাচে মনে হয় নি ভারত হেরে যাবে।
যেভাবে বোলিং করে যাচ্ছেন মহন্মদ শামী সেটার কোন তুলনা হতে পারে না। শুধুমাত্র শামী কেন সবাই ভালো খেলছে ভারতীয় দলের, এই দল কাপ না পেলেই অবাক হব আমরা। জানালেন এক ভারতীয় সমর্থক। শিলিগুড়িতে বেড়েছে প্রজেক্টরের বিক্রি, বেড়েছে ল্যাপটপ ভাড়া দেবার হিড়িক। আগামীকালের ম্যাচে যেভাবেই হোক ভারতকে জেতাতে হবেএই কথা মাথায় রাখছেন ক্রিকেট প্রেমীরা। শিলিগুড়ির বিভিন্ন সিনেমা হলে দেখানো হবে খেলা।
সবমিলিয়ে আগামীকালকের ফাইনাল খেলা নিয়ে টগবগ করে ফুটছে ভারতীয় সাপোর্টারেরা। আজকেই জাতীয় পতাকা নিয়ে বেরিয়ে পড়েছেন তারা। ভারত বিশ্ব চাম্পিয়ান হবে আর বদলা নেবে কুড়ি বছরের আগের ফাইনালের ঠিক এই প্রার্থনাই এখন সমস্ত অপামর ভারতীয় সমর্থকদের মনে। বাকিটা বলবে সময়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post